ডুয়েল বুটের ক্ষেত্রে Grub 2 পুনরুদ্ধার পদ্ধতি

যদি আপনার কম্পিউটারে Ubuntu আর Windows একই সাথে ডুয়েল বুট হিসাবে ইন্সটল করা থাকে, তাহলে অনেক সময় Windows setup দিতে গিয়ে আর ubuntu/Linux mint কে খুজে পাওয়া যায়না। অনেকে এজন্য আবার নতুন করে ubuntu/Linux mint কেও install করেন।
কিন্তু এতো কষ্ট করে নতুন করে নতুন করে উইন্ডোজ়ের সাথে উবুন্টু সেটআপ দেবার কোন দরকার নেই।
মূলত নতুন করে Windows সেট আপ দিলে শুরুতে নিচের ছবির মতো যে screen টি আসে সেটি হারিয়ে যায়-

এই screen টি Grub নামে পরিচিত। Windows সেট আপ দিয়ে Ubuntu/Linux mint এর LiveCD থেকে এই Grub টুকু ইন্সটল করে নিলেই আপনি আপনার পুরানো ইন্সটলকৃত লিনাক্সে ঢুকতে পারবেন।

এজন্যঃ
১)উবুন্টু/মিন্টের লাইভ সিডি ঢুকিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন।
২)এবার লাইভ ডেস্কটপে Applications–>Accessories–>Terminal এ যান।
৩)Terminal এ লিখুন-
sudo fdisk -l

এই কমান্ডে আপনি আপনার লিনাক্স ইন্সটলেশনের ড্রাইভের ঠিকানা পাবেন।

এখানে /dev/sda5 ড্রাইভে লিনাক্স ইন্সটল হয়েছে ।  আপনার ক্ষেত্রে অন্য কোন কিছুও হতে পারে।

৪)এবার Terminal এ লিখুন-

sudo mkdir /media/sda5
sudo mount /dev/sda5 /media/sda5

লক্ষ্য করুন, আপনার লিনাক্স যদি sda1 ড্রাইভে থাকে তাহলে সেই অনুযায়ী কমান্ডেও sda5 এর বদলে sda1 লিখতে হবে।

৫)এবার Terminal এ লিখুন-

sudo grub-install –root-directory=/media/sda5 /dev/sda

লক্ষ্য করুন, এ কমান্ডের শেষটি কিন্তু ‘/dev/sda’, এটি কিন্তু ‘/dev/sda5′ নয়।

হয়েছে?? ব্যাস এবার কম্পিউটারটি রিস্টার্ট দিন। আপনি আবার Ubuntu অথবা Windows এ ঢোকার  option টি ফিরে পাবেন। 😀

This entry was posted in লিনাক্স মিন্ট, grub, linux, ubuntu and tagged , , , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান