উবুন্টু লাইব্রেরির কিছু কথা

উবুন্টুতে একদম প্রাথমিক অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুক্ষিন হয়েছি। তখন নেট ঘেটে ঘেটে সেগুলোর সমাধান বের করতে হয়েছে। কখনো bookmark করে , কখনো HTML হিসাবে সমাধানগুলিকে PC তে save করে রেখেছি।

কিন্তু অনেক সময় কোন কারণে PC ফরম্যাট দেবার সময় সেগুলো হারিয়ে গেছে। এবং আবার Net এ বসে Google এর শতশত result এর মধ্যে থেকে সমাধান গুলো খুজে বের করতে হয়েছে
। সেজন্য হঠাৎ মনে হলো যে সমাধানগুলোকে ব্লগ এ পোস্ট হিসাবে রেখে দিলে কেমন হয়? তাহলে PC formate দিলেও সেগুলো থেকে যাবে। 😀

UBUNTU LIBRARY ব্লগটি ঐ সমাধানগুলি একসাথে নোট হিসাবে গুছিয়ে রাখার জন্যই আসলে খোলা হয়েছে।

এ ব্লগটি খোলার পেছনে অবশ্য অভ্রনীলদার “উবুন্টুর মুশকিল আসান” ব্লগটি বেশ প্রেরণা যুগিয়েছে।

কাকতালিয়ভাবে লিনাক্সের মুখ্যু-সুখ্যু একজন ব্যক্তি হয়েও আমিও অন্যসকল রথী-মহারথীদের সাথে ঐ ব্লগে লেখার সুযোগ পেয়েছিলাম । উবুন্টুর নতুন ভার্সন ইন্সটল করা আর একই সাথে উইন্ডোজ সেটআপ দেয়ায় আমার bookmark গুলা সব হারিয়ে গেছে ।

তাই ঠিক করেছি উবুন্টু বিভিন্ন সমস্যার সমাধান ও টিউটোরিয়াল গুলি এখানে একসাথে লিখে রাখবো। এছাড়া কোন নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন থাকলে নিশ্চিন্তে আপনি পোস্ট এর Comment এ জানাতে পারেন … সবাই ভালো থাকুন।

এখানে আপনার মন্তব্য রেখে যান