BURG দিয়ে গ্রাবের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পদ্ধতি

উবুন্টু ইন্সটলের পর কম্পিউটার start করলে Grub চলে আসে। সাধারনভাবে গ্রাবের ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট কালো থাকে, অনেকটা এরকম-

তবে ইচ্ছা করলে আপনি নিজের পছন্দমত ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রাবের চেহারা পাল্টাবার চমৎকার একটি পদ্ধতি হচ্ছে বার্গ (burg) ব্যবহার করা। বার্গ হচ্ছে গ্রাবের উল্টা (GRUB BURG)। 😀

Burg ব্যবহার করে Grub এর চেহারা নিচের ছবিগুলোর মত করা যায়-

অথবা এরকম-

কিংবা এরকম-

Burg ইন্সটল করার জন্য Ubuntu/ Linux Mint এর Terminal এ গিয়ে নিচের কমান্ডগুলি দিন-

প্রথমে লিখুন-
sudo add-apt-repository ppa:bean123ch/burg

এরপর এক এক করে নিচের কমান্ড দু’টি লিখুন-
sudo apt-get update && sudo apt-get install burg burg-themes
sudo burg-install “(hd0)”
হয়েছে?? এবার নিচের কমান্ডটি দিন-
sudo update-burg

এবার computer reboot করুন। রিবুট করলে এবার BRUG চলে আসার কথা ! 😀

যদি থিম পাল্টাতে চান তাহলে BRUG মেনু দেখানোর পর t চাপুন, থিম সিলেক্ট করার অপশন পাবেন।

This entry was posted in burg, grub, linux, theme, ubuntu and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to BURG দিয়ে গ্রাবের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পদ্ধতি

  1. Ali Ashik বলেছেন:

    3’rd command dile, ai line ta ase
    “sudo: burg-install: command not found”

এখানে আপনার মন্তব্য রেখে যান