64 bit ও 32 bit লিনাক্সে Avro keyboard ইন্সটল করার পদ্ধতি

Ubuntu 9.10 / Linux Mint 8 এর জন্য অভ্র কিবোর্ডের .deb ফাইল থাকলেও এর পরবর্তী ভার্সন গুলির জন্য Avro কিবোর্ডের বাইনারি ফাইল বের করা হয়নি। তবে চিন্তার কিছু নেই। আপনি চাইলে অভ্রের সোর্স থেকে পরবর্তী ভার্সনের জন্য Avro Keyboard ইন্সটল করতে পারবেন। এপদ্ধতিতে অন্যান্য লিনাক্স এবং উবুন্টু বা মিন্টের 64 bit ভার্সনেও সহজে Avro ব্যবহার করতে পারবেন।

এছাড়া এপদ্ধতিতে Fedora, Open Suse সহ অন্য যেকোন distro তেও অভ্র কি-বোর্ড ইন্সটল করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক-

১)প্রথমে এখান থেকে অভ্র কিবোর্ডের সোর্স ডাউনলোড করে Extract করে ফেলুন। Extract করা ফাইল থেকে configure ফাইলটি খুঁজে বের করুন। Right click–>Properties থেকে permission tab এ গিয়ে Allow executing file as programe এ টিক চিহ্ন দিয়ে Enable করে দিন।

২) এরপর scim এবং scim-dev ইন্সটল করতে হবে। এজন্য টার্মিনালে খুলে লিখুন-

sudo apt-get install scim-dev
sudo apt-get install scim

৩) উপরের প্যাকেজ দু’টি ইন্সটল করা শেষ? চমৎকার। এবার root এ ঢোকার জন্য টার্মিনাল খুলে লিখুন-

sudo -i

(উপরের কমান্ডটি উবুন্টু/ লিনাক্স মিন্টের যেকোন ভার্সনের জন্য Fedora / RedHat এর জন্য su ব্যবহার করতে হবে) পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।  root হয়ে এবার টার্মিনা দিয়েই যে ফোল্ডারে অভ্রের tar.bz ফাইলটি Extract করেছিলেন সেখানে যান। এবং লিখুন

make
make install

উপরের কমান্ড দুটি অভ্র কি-বোর্ড ইন্সটল করবে।

৪)ইন্সটল করেছেন? এবার নতুন একটি টার্মিনাল খুলে লিখুন-

im-switch -c

অপশনগুলো থেকে use SCIM via xim (scim) সিলেক্ট করে বের হয়ে আসুন।

৫) এবার logout করে আবার login করুন। ব্যাস নিশ্চিন্তে অভ্র ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে অভ্র Enable করার জন্য লিনাক্সে  Ctrl+Space একসাথে চাপুন। পরবর্তিতে scim এর অপশন থেকে আপনার ইচ্ছেমত শর্টকার্ট করে নিতে পারবেন। 🙂

This entry was posted in Avro, লিনাক্স মিন্ট, Keyboard, linux, Linux mint, ubuntu and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 64 bit ও 32 bit লিনাক্সে Avro keyboard ইন্সটল করার পদ্ধতি

  1. s_rahman বলেছেন:

    ৩) উপরের প্যাকেজ দু’টি ইন্সটল করা শেষ? চমৎকার। এবার root এ ঢোকার জন্য টার্মিনাল খুলে লিখুন-

    sudo -i

    পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন। root হয়ে এবার টার্মিনা দিয়েই যে ফোল্ডারে অভ্রের tar.bz ফাইলটি Extract করেছিলেন সেখানে যান। এবং লিখুন
    make
    make install

    korte parci na ami zorin use korteci.

  2. sajib chowdhury বলেছেন:

    why no one talk abot rhel 6? no support for rhel 6 in any bengali language forum as well as no talk abut rhel 6. why?

এখানে আপনার মন্তব্য রেখে যান