উবুন্টুতে Citycell Zoom Modem এর গ্রাফিকাল configuration (সেইরকম সহজ পদ্ধতি…)


[এই পদ্ধতিটি Ubuntu 10.04,Linux Mint 8 এবং এর পরবর্তী যে কোন ভার্সনের জন্যও কাজ করবে।] 😀

যারা citycell zoom এর cdma modem অথবা Zoom Ultra এর মাধ্যমে internet ব্যবহার করে থাকেন তাদের জন্য একটি সুখবর রয়েছে । Internet ব্যবহার করতে উবুন্টুর আগের ভার্সন গুলোর মত এবার আর wvdial ব্যবহার করা লাগবে না 😀

আমার এই পোস্টটি শুধু citycell ব্যবহারকারীই নয়, যারা Grameen, Banglalink , Aktel অথবা Warid এর internet connection ব্যবহার করেন তারাও একই ভাবে ubuntu তে internet ব্যবহার করতে পারবেন 🙂 । শুধু একটা মাত্র সমস্যা 😦 সেটা হলো Ubuntu র এই Network Manager এ কিছু BUG আছে,সেগুলো মাঝে মাঝে একটু ঝামেলা করে (যদিও তেমন serious কিছু নয় ) আশা করি পরের ভার্সন এ এটা ঠিক হয়ে যাবে ।

১) System > Preference > Network Connection এ যান । এখান থেকে Mobile Broadband select করুন ।

২) Add এ Click করুন। নিচের স্ক্রীনটি আসবে-

৩) Forward এ Click করুন । নিচের মতো একটা window আসবে ।

এখান থেকে Bangladesh select করে আবার Forward এ Click করুন ।

৪) Choose provider থেকে আপনার mobile service provider এর নাম select করুন । List এ নাম না থাকলে নিচের box এ নাম লিখুন ।

তারপর Forward এ Click করুন । নিচের window টি আসবে-

৬) Apply তে Click করুন । এবার নিচের মত আরেকটি window আসবে-

Number এর জায়গায় লিখুন #777, User name হলো – waps, Password হলো -waps । লিখে Apply তে ক্লিক করুন ।

ব্যাস !!! কাজ শেষ । আসলেই সেই রকম সহজ?? তাই নয় কী?? 😛

( অন্য পদ্ধতিতে EDGE/Zoom configure করার জন্য আমার এই পোস্টটি পড়ে দেখতে পারেন ।)

পূর্বে প্রকাশিতঃ Mad Science Blog

This entry was posted in Internet, linux, ubuntu and tagged , , , , , , , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান